ফরিদপুরে ডাকাতিসহ ৮ মামলার আসামি গ্রেফতার

0
ফরিদপুরে ডাকাতিসহ ৮ মামলার আসামি গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় ডাকাতি, চুরি ও মাদকসহ ৮ মামলার এজাহারভুক্ত আসামি মিজান ফকিরকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদরপুরের যাত্রাবাড়ি গ্রামে মিজান ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিয়ারুল ইসলাম। গ্রেফতারের পর মিজান ডাকাতিতে সরাসরি অংশ নিয়েছেন বলে স্বীকার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মিজান ফকিরের নামে নগরকান্দা থানায় ডাকাতির মামলা ছিল।

আদালতে মিজান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মিজানের বিরুদ্ধে দুটি ডাকাতি, দুটি চুরি, একটি ডাকাতির প্রস্তুতি ও তিনটি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গোড়াইল গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও তার স্ত্রী পুলিশ কনস্টেবল উম্মে সালমা বেগমের বাড়িতে গত ৭ জুন রাত পৌনে ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় উম্মে সালমা বেগম ও তার শ্বশুর আলাউদ্দিন মাতুব্বর ঘুমিয়েছিলেন। মুখোশধারী ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ওই মামলায় মিজান ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোড়াইল গ্রামের পুলিশদম্পতির বাড়িতে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে তৎপর ছিল পুলিশ। জড়িতদের ধরতে অভিযানও অব্যাহত ছিল। ডাকাতির ক্লু নিয়ে চক্রের মূলহোতাসহ অনেককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
Attachments area