ফরিদপুরে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

0

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রব মোল্লাকে (৬৫) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

এসময় পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়। রব মোল্লা এলাকার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থেকে উচ্চ আদালতে জামিনের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, ‌”শাহবাগ থানা পুলিশের সহায়তায় রব মোল্লাকে আটক করা হয়। তিনি এলাকার একটি হত্যা মামলার প্রধান আসামি।”

নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান, “আমরা আব্দুর রব মোল্লাকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করি। তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।”