ডিসেম্বর এ আসছে আদনান আহমেদ রিজনের নতুন অনূদিত বই – ফাইভ পয়েন্ট সামওয়ান

0
ফাইভ পয়েন্ট সামওয়ান

গল্পটা তিন বন্ধুর- অলক, হরি আর রায়ানের।
অনেক চেষ্টা-চরিত্রের পর ওরা ভর্তি হলো ভারতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ-আইআইটিতে। কিন্তু কলেজ জীবনের শুরু থেকেই তিন বন্ধুকে তাড়া শুরু করল একের পর এক বিভীষিকা।
ফাইভ পয়েন্ট সামওয়ান
এক সময় ওরা টের পেল, আসল গলদ হচ্ছে শিক্ষাব্যবস্থায়। শুরু হলো ঘাড়ত্যাড়া শিক্ষাব্যবস্থাকে বাগে আনার একের পর এক তোড়জোড়। কিন্তু যুগ যুগ ধরে একই নিয়মে চলে আসা শিক্ষাব্যবস্থা কি ছেড়ে কথা বলবে?

দেখা গেল, একেবারে নিচের সারির ছাত্র উপাধি পেয়ে গেছে তিন বন্ধু। ভবিষ্যৎ, প্রেম, বন্ধুত্ব… এসবের নির্ণায়ক জিপিএ হয়ে দাঁড়িয়েছে এমন একটা সংখ্যা, যার রেশ টেনে বেড়াতে হবে সারাটা জীবন।

আইআইটির অন্যান্য শিক্ষার্থীরা যখন পৃথিবী শাসন করবে, এই নিচু শ্রেণির ছাত্ররা তখন ধুঁকবে বেঁচে থাকার জন্য।
কি হবে ওদের? তিন বন্ধু কি মুক্তি পাবে এই আজগুবি শিক্ষাব্যবস্থার খপ্পর থেকে? পারবে সফল হতে? প্রমাণ করতে পারবে, ওরা ফাইভ-পয়েন্ট-সামবডি নয়, ফাইভ-পয়েন্ট-সামওয়ান?

১৯২পৃষ্ঠার বইটি ১৫০টাকায় প্রি-অর্ডার নিচ্ছে বুকস্ট্রিট(অটোগ্রাফড কপি); সেই সাথে স্টপ অ্যান্ড শপ, বিবিধসহ অন্যান্য বুকশপগুলো তো আছেই।

এক নজরে, ফাইভ পয়েন্ট সামওয়ান
মূলঃ চেতন ভগত
অনুবাদ ও প্রচ্ছদঃ আদনান আহমেদ রিজন
পৃষ্ঠাঃ ১৯২
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা

হ্যাপি রিডিং।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে