ফুটবল খেলার বাক-বিতণ্ডিতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৫ জন

0
ঝিনাইদহ Jhenaidah

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে।

উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতদের পরিচয় হলো – বাদপুকুরিয়া গ্রামের শফিকুর রহমানের ছেলে ফেরদৌস কবির (৩০), সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), মাসুদ রানা (২০), জয়নাল হোসেনের ছেলে সবুজ হোসেন (১৬)। এদের পঞ্চম জনের নাম জানা যায়নি।

এ বিষয়ে আহত সোহেল রানার ভাই শাহজাহান আলী জানান, ঈদের পরদিন ওই গ্রামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে ইমরান নামের এক যুবকের সঙ্গে সাইফ নামের একজনের বাক-বিতণ্ডিতা হয়। এসময় ফেরদৌস কবির বিষয়টি মিটিয়ে দিয়ে উভয়পক্ষকে বাড়িতে যেতে বলেন। পরে সোমবার সকালে ফেরদৌস কবির পোল্টি মুরগীর খাবার কিনতে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাওয়ার পথে গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে ওই দিনের ঘটনার জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা ওই গ্রামের ইমরান হোসেন, মুকুল হোসেন, নজরুল ইসলাম, আলামিন হোসেন ফেরদৌসকে মারধর করে। সংবাদ পেয়ে অন্যরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেরদৌসকে মারধর করে তার কাছে থাকা ৮৪ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়া হয়েছে বলেও শাহজাহান আলী অভিযোগ করেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হকের সাথে কথা বলতে গেলে তিনি জানান, ঘটনাটি তারাও শুনেছেন। অভিযোগ পেলে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।