মঙ্গলবার বিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফেনীর পরশুরামে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। একই সময়ে একটি মিষ্টির দোকান ও কনফেকশনারিকেও জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলার হাট-বাজারে অভিযান চালিয়ে এসব দোকানের মালিককে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সোহেল চাকমা।
এ সময় তিনি গণমাধ্যমকে জানান, বক্স মাহমুদ বাজারে সজিব মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫ হাজার এবং একই অপরাধে খণ্ডল হাই বাজারের অনুপম মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফ্রিজে একসঙ্গে মাংস ও মিষ্টি রাখার দায়ে মিষ্টি মেলা নামে একটি দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পরশুরাম বাজারের হীরা কনফেকশনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভি্যানে পরশুরাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুল গাফফারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোহেল চাকমাকে সার্বিক সহায়তা প্রদান করেন।