ফ্রান্সে আইএস হামলা, নিহত অন্তত ২

0
আইএস হামলা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় অন্তত ১জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ‘ইউএসএ টুডে’। পেরিসের কেন্দ্রে, যেখানে অনেক হোটেল ও বার অবস্থিত এমন একটি জায়গায় একজন সন্ত্রাসী ছুরি হামলা চালিয়ে আরো অন্তত ৪জনকে আহত করে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শনিবার রাতে সন্ত্রাসী ছুড়ি নিয়ে জনতার ওপর হামলা চালালে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানায় মার্কিন অন্য একটি গণমাধ্যম লস এঞ্জেলেস টাইম। ছুটির রাত হওয়ায় সেসময় স্থানটিতে প্রচুর মানুষ অবস্থান করছিল বলে দাবি করে গণমাধ্যমটি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করেছে স্থানীয় পুলিশ।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বিবৃতিতে বলেন, তার দেশ আরো একবার সন্ত্রাস বিরোধী অবস্থানের মূল্য দিল। যদিও সন্ত্রাসীরা বারবার ফ্রান্সকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারপরও তারা সন্ত্রাসীদের সাথে কোন প্রকার আপস করবে না বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, আইএস এর সংবাদ সংস্থা ‘আমাক’ জানিয়েছে, তাদের আহ্বানেই মার্কিন সামরিক জোটের সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে দাবি করেছে ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’। ২০১৪সাল থেকেই ফ্রান্সের সৈন্যরা মার্কিন জোটের হয়ে ইরাক ও সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইয়ন নিউজ, লস এঞ্জেলেস টাইম