উঠলো পদ্মা সেতুর চতুর্থ স্প্যান, অর্ধ কিলোমিটারের বেশি দৃশ্যমান হলো পদ্মা সেতু

0
পদ্মা সেতু

পদ্মা সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর বসানো হলো, পদ্মা সেতুর চতুর্থ স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে চলা স্বপ্নের পদ্মা সেতুটি দৃশ্যমান হলো অর্ধ কিলোমিটারেরও বেশি।

প্রকৌশলীরা জানান, মাওয়া প্রান্ত থেকে শনিবার বেলা আড়াইটার দিকে স্প্যানটি নেওয়া হয় জাজিরা প্রান্তে। পরে ভোর রাতে বসানো হয় চতুর্থ স্প্যান। এর আগে ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর বসানো হয় তিনটি স্প্যান। সেতুর মোট ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৬০০ মিটার।

এর আগে গত বছরের ৩০শে সেপ্টেম্বর প্রথম ও এ বছরের ২৮ জানুয়ারি বসানো হয় দ্বিতীয় স্প্যান। সবশেষ গত ১১ মার্চ বসানো হয় সেতুটির তৃতীয় স্প্যান। ২০১৯ সালে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।