লকডাউনের সময়কালে রোগীদের সেবায় বিনামূল্যে জরুরি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন। এ্যাম্বুলেন্সগুলো চালু থাকবে ২৪ ঘন্টা। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, পাঁচটি এ্যাম্বুলেন্স রাখা হয়েছে এই জরুরি সেবায়। ইতোমধ্যে আমাদের কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে। এ্যাম্বুলেন্স সার্ভিস পেতে কল করতে হবে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ এবং ০১৭২৩৯৫০২১৮ নম্বরে। কল পেলেই যথাস্থানে পৌঁছে যাবে বিনামূল্যের এই এ্যাম্বুলেন্স।
এর পাশাপাশি লকডাউনের প্রথমদিন থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য চারটি বাস দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জানান স্বপন কুমার দাস।