চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ফ্লাইওভারকেন্দ্রিক ডাকাত দলের সাত সদস্যকে একটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে কোতোয়ালি থানার ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের পাশ থেকে ছয়জন ও চকবাজার থানার দামপাড়া মসজিদ গলি এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- মো. হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা (২২), চাঁন মিয়া (২১), মো. হাসান (১৯), আনিচ (১৯), মো. মহসিন উদ্দিন ওরফে টুকু (৩০) ও মো. আরিফ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বহদ্দারহাট ও আখতারুজ্জামান ফ্লাইওভার এলাকায় ডাকাতি করে বেড়ায়। স্বাভাবিক সময়ে তারা ফ্লাইওভারের গার্ডারের ভেতরে স্ল্যাবে থাকে এবং পুলিশ এলেই কৌশলে পালিয়ে যায়। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।