বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
বগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম সাদিয়া (৪) ও ইউসুফ (৫)। সাদিয়া ওই এলাকার আসাদুলের মেয়ে ও ইউসুফ মতিয়ার রহমানের ছেলে।

সোনাতলা উপজেলার পূর্ব তেকানী গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিখোঁজ হয় দুই শিশু। গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে স্থানীয়রা বাড়ির পার্শ্বের পুকুর পাড়ে সাবানের কেস ও গামছা পরে থাকতে দেখেতে পায়। এরপর স্থানীয়রা পুকুরে থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম বলেন,” আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবারের কারও অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে নিয়ম মেনে হস্তান্তর করা হয়েছে।”