চুয়াডাঙ্গা জেলায় বিরোধের জেরে জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিন্টুকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে জেলার পৌর এলাকার ইসলাম পাড়া বিট পুলিশিং অফিসের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিরাজুল ইসলাম মিন্টু (৩৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার বাসিন্দা। তারবাবার নাম শেরেগুল ইসলাম। মিন্টু জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সিরাজুল ইসলাম মিন্টু ইসলাম পাড়া বিট পুলিশিং অফিসের সামনে দাঁড়ানো ছিলেন। এসময় প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজিদ হাসান গণমাধ্যমকে বলেন, তার শরীরে ছোট-বড় অনেক আঘাত রয়েছে। অবস্থা খারাপ হওয়ার কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। হামলায় তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।