কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালংয়ে একটি বন্য মা-হাতির বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। উক্ত ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে ।
মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়া হাতিটির মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ুন কবির।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, হাতিটি ধানক্ষেতে চলে আসলে সেখানে আগে থেকে পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়। এরপর কিছু দুর্বৃত্ত হাতিটির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে তা পুঁতে ফেলার চেষ্টা করে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। দ্রুত এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
বন বিভাগের সহকারী কমিশনার (ভূমি) রামু রিগান চাকমা, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদসহ বন বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাণিসম্পদ বিভাগ রামুর সংশ্লিষ্ট চিকিৎসক ময়নাতদন্তের জন্য আলামত সংগ্রহ করেছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিজানুল ইসলাম জানান, পুলিশ জমির মালিক নজির আহমেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বন বিভাগের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।