বরখাস্ত হল ডর্টমুন্ড কোচ, দায়িত্ব পেল স্টোগার

0
বরখাস্ত হল ডর্টমুন্ড কোচ, দায়িত্ব পেল স্টোগার

কোলোনের কোচ পিচার স্টোগারকে দায়িত্ব দিয়েছে ডর্টমুন্ডের ম্যানেজমেন্ট। ব্যর্থতার জের ধরে কোচ পিচার বোসকে বরখাস্ত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। কোচকে বরখাস্ত করার সঙ্গে সঙ্গেই স্থলাভিষিক্তও চূড়ান্ত করেছে জার্মান ক্লাবটি।

বরখাস্ত হল ডর্টমুন্ড কোচ, দায়িত্ব পেল স্টোগার
মৌসুমের শুরুতেই টমাস টাখেলের স্থলাভিষিক্ত হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে যোগদান করেন বোস। তবে ছয় মাস না যেতেই বরখাস্ত হলেন আয়াক্সের সাবেক কোচ।

জার্মান লিগের চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না বরুসিয়া ডর্টমুন্ডের। শনিবার রাতে ওয়ের্ডার ব্রেমেনের কাছে ১-২ গোলে হেরে যায় দলটি। ১৫ রাউন্ড শেষে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে সাত নম্বরে রয়েছে ডর্টমুন্ড।

চলতি মাসের শুরুতেই কোলোন থেকে বরখাস্ত হন স্টোগার। চলমান মৌসুমের বাকি সময়ের জন্য তাকে নিয়োগ দিয়েছে ডর্টমুন্ড। কোলোনে চার মৌসুমের দায়িত্বে থাকাকালীন স্টোগানের অধীনেই ২৫ বছর পর প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে জার্মান ক্লাবটি।

চলতি মৌসুমের শুরুটা ভালোই ছিল ডর্টমুন্ডের। লিগে মৌসুমের সাত ম্যাচের ছয়টিতেই জয় পায় ক্লাবটি। তবে এরপরই ছন্দ হারিয়ে ফেলে ডর্টমুন্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৯ ম্যাচেই জয়হীন ছিল সিগনাল ইদুনা পার্কের দলটি।

চলতি মৌসুমে লিগে এই নিয়ে পাঁচটি হারের মুখ দেখল ডর্টমুন্ড। লিগের মতো চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ জার্মান ক্লাবটি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বরুসিয়া ডর্টমুন্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বোসের অধীনে ২৪ ম্যাচে ১০টি হার ও ৮টি জয় পেয়েছে বুন্দেসলিগার দলটি। এমন যাচ্ছেতাই পারফরম্যান্সের কারণেই চাকরি হারালেন ডর্টুন্ডের সাবেক খেলোয়াড়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে