বরিশাল বিভাগে মঙ্গলূবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ১৪ জন এবং একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়।
তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলেন ছয়জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন।
তিনি আরো জানান, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ৩৪৯ জন রোগীর মধ্যে করোনা আক্রান্ত রোগী ছিলো ১২৪ জন।
জানা যায়, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জন পজিটিভ শনাক্ত হন। সে হিসেবে এই মেডিকেলে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় মোট ২হাজার ২২৯টি নমুনা পরীক্ষায় ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬৮ শতাংশ।
এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি ৫১ দশমিক ১২ শতাংশ ভোলা জেলায়। এ জেলায় ৩৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া বরিশাল জেলায় ৯৩৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩৭ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশ।