বর্ষাকালের সতর্কতা

0

ষড়ঋতুর দেশে প্রিয় ঋতু লিখতে গিয়ে হয়তো আমরা বর্ষাকালের নামটাই লিখি।
বর্ষার অপরূপ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমরা কত বিমুগ্ধ হই।
প্রাকৃতিক দৃশ্য, নদীতে নতুন জল,
আকাশ যেন অভিমানী।
এই রোদের হাসি আবার
পরোক্ষণেই আকাশের কান্নায় বৃষ্টি।

কিন্তু বর্ষা সবসময় মধুর হয় না।
বৃষ্টি, জলাবদ্ধতা, কাদা, অনেক ভোগান্তি রয়েছে।

বর্ষার ভোগান্তি এড়াতে প্রয়োজন বাড়তি সতর্কতা।
আর ঋতুপরিবর্তনের সাথে সাথে শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে।
জ্বর, কাশি, সর্দি হতেই পারে।
তাই হাতের কাছেই প্যারাসিটামল, হিস্টাসিন রাখুন।
কালোজিরা তেল, মধু রাখুন ঘরে।

★বৃষ্টিতে জামা কাপড়ে ফাঙ্গাস পরতে পারে,
তাই নিয়মিত রোদে শুকিয়ে নিন।
★ঘরের মেঝেতে আর ফার্নিচারে পোকামাকড়ের উপদ্রব হতে পারে।
তাই রোজ পরিষ্কার রাখুন।
★অতিবৃষ্টিতে জলাবদ্ধতা এখন প্রধান সমস্যা,
তাই প্যাস্টিকের জুতা কিনুন।

★বর্ষায় বাইরে যাওয়ার আগে:
~সুতি কাপড়ের পোশাক এড়িয়ে চলুন,
সবচেয়ে আরামদায়ক হবে লেলিনের কাপড়ের।
শিফন, আর পাতলা জরজেট পড়তে পারেন।
দ্রুত শুকাবে অনাকাঙ্ক্ষিত ভেজা কাপড়।

  • ব্যাগে অবশ্যই রেইনকোট, ছাতা রাখুন।
  • কাদা, জলাবদ্ধতা নিজেকে রক্ষা করতে প্লাজ্জো, স্কার্ট না পরে নরমাল পাজামা পড়ুন।
  • মেয়েরা প্রসাধনী কিনার আগে লক্ষ্য রাখুন ওয়াটারপ্রুভ কি না। মাশকারা, কাজল, লিপস্টিক, কম্পেক্ট পাউডার ব্যবহারে সতর্ক থাকুন।
  • হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত চুল, গা শুকানোর চেষ্টা করুন যাতে জ্বর ঠাণ্ডা না লেগে যায়।

তবে প্রিয় ঋতু বর্ষা প্রিয় থাকুক আজীবন।
বর্ষা হউক মধুময়।
সবার জন্য সুখকর হউক।

লেখা: কুহু পরী

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে