বাংলাদেশের পাশাপাশি ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকেও সদস্য সংগ্রহ করছে আল কায়েদা

0
আল কায়েদা

বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন আল কায়েদা। সংগঠনটির ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা এ সদস্য সংগ্রহের কাজ করছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এর এক খবরে বলা হয়েছে।
আল কায়েদা
বাংলাদেশের পাশাপাশি ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকেও সদস্য সংগ্রহ করছে ভারতীয় শাখাটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি গোষ্ঠী নিয়ে কাজ করা পর্যবেক্ষণ কমিটি এই তথ্য জানিয়েছে। কমিটি জানিয়েছে, আফগানিস্তানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে আল কায়েদার অন্তত ১৮০ টি কেন্দ্র আছে।সেখানে তালেবানদেরও প্রশিক্ষণ দেওয়া হয়।

আল কায়েদা নেতা আইম্যান আল-জাওয়াহিরি এখনো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের একটি স্থানে লুকিয়ে আছেন। এই জঙ্গি গোষ্ঠিটির জাল ছড়িয়ে আছে সারা বিশ্বে। সংগঠনটি মূলত ইয়েমেনভিত্তিক হলেও আফ্রিকার প্রায় প্রতিটি জঙ্গি সংগঠনের সঙ্গেই এদের সম্পর্ক আছে। বর্তমানে আল-কায়েদার শাখা সংগঠনগুলোর মধ্যে একিউএপি-ই সবচেয়ে শক্তিশালী।