সকল সংশয় দুরঃ আসছে অস্ট্রেলিয়া

0

সকল সংশয়, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে আসা। অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এবং ক্রিকেটার দের সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটারস এসোসিয়েশন (ACA) এর মধ্যকার চলমান বিরোধ পারস্পরিক সমাঝোতার ভিত্তিতে অবসান এর আনুষ্ঠানিক ঘোষনা এসেছে ৩ আগস্ট। এর ফলে নিশ্চিত হল আসন্ন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ।

সমঝতার ব্যাপারে সিএ ও এসিএ আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয়

উল্লেখ্য লভ্যাংশ বণ্টন নিয়ে ১০ মাস ধরে সংকট চলছিল সিএ ও এসিএ এর মধ্যে। এক পর্যায়ে কোন ক্রিকেটার বোর্ডের সাথে চুক্তি নবায়ন না করায় চাকরি হারিয়ে ফেলে সকল ক্রিকেটার।  অবশেষে সমঝোতায় পৌছাল দুপক্ষ। নতুন সমাঝোতা অনুযায়ী পুরুষ ও নারী সব ধরনের ক্রিকেটাররা ৩০% লভ্যাংশ পাবেন।  ক্রিকেটাররা এটা মেনে নিয়ে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন।

আগামী ১৮ আগস্ট বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট ঢাকায় ১ম টেস্ট ও ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ২য় ও শেষ টেস্ট অনুষ্ঠিক হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে