বাগেরহাট জেলার কচুয়ায় রাঢ়ীপাড়া ইউনিয়নে ভোটগ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন সকল প্রার্থী। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা আক্তারসহ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৩ পদের সবকটিতে অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন তারা। এছাড়া মোট ৬৬টি ইউনিয়নের মধ্যে ৩৮টি ইউনিয়নেই চেয়ারম্যান পদপ্রার্থীরা ভোটগ্রহণের আগেই নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ গণমাধ্যমকে জানান, ২০ সেপ্টেম্বর জেলার ৯টি উপজেলার মোট ৬৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। ভোট গ্রহণ হচ্ছে ৬৫টিতে। কারণ রাঢ়ীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদের সবকটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। সেই অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদের একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন গণমাধ্যমকে জানান, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া সদস্যপদগুলোতে দল সমর্থিত সদস্য ছাড়া অন্য কোনো প্রার্থী অংশই নেননি। তাই ১৩ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।