বাচ্চু হত্যার আসামী জঙ্গী রহমান বন্দুকযুদ্ধে নিহত

0
বাচ্চু হত্যার আসামী জঙ্গী রহমান বন্দুকযুদ্ধে নিহত

পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মুন্সীগঞ্জে ব্লগার শাহজাহান বাচ্চু হত্যার আসামী জঙ্গী আব্দুর রহমান (৩৪) নিহত হয়েছে। বুধবার দিবাগত ভোর রাতে সিরাজদিখান থানার বালুর চরে এই বন্দুক যুদ্ধ হয় বলে পুলিশ দাবী করেছে।

পুলিশের দাবী অনুযায়ী তিন পুলিশ আহত হয়েছে। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। এদিকে হ্যান্ড গ্রনেড, আগ্নেয়াস্ত্র ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এইদিকে মুন্সীগঞ্জ জেলা ইন্টেলেজেন্ট অফিসার (ডি আই ওয়ান) মো. নজরুল ইসলাম জানান, এর আগে ২৪ জুন পুলিশের কয়েকটি টিম একত্রে অভিযান চালিয়ে গাজীপুর থেকে জেএসবির এই সদস্যকে গ্রেফতার করে।

তিনি উল্লেখ করে বলেন, বাকি সঙ্গীদের ধরতে বুধবার দিবগত রাত একটার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে তাদের ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। তবে আব্দুর রহমানকে নিয়ে ফিরে আসার সময় পুলিশের ওপর হামলা চালায় রহমানের সঙ্গিরা। পুলিশও পাল্টা হামলা চালালে আব্দুর রহমান নিহত হয়। এসময় সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য এ এস আই দেলোয়া, মো. হাসান এবং কনস্টেবল মোশারফ আহত হয়। জঙ্গিরা দুই মাস ধরে খাস মহল বালুর চরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। হ্যান্ড গ্রনেড, আগ্নেয়াস্ত্র ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

এই বিষয়ে পুলশ সুপার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন ডি আই ওয়ান। নিহত আব্দুর রহমানের বাড়ি পঞ্চগড়ে। এদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।