বান্দরবানের সীমান্তে যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি

0
বান্দরবান Bandarban

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়ি সীমান্তে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন সন্ত্রাসী্র মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গোলাগুলিতে স্থানীয়দের মাধ্যমে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি। বুধবার সকালে দোছড়ি সীমান্তের কামির মুখ চাকপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

সন্ধ্যায় বান্দরবান সেনা রিজিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বলে, ভোর ৪টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি জোনের চাকপাড়া এলাকায় নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল শাহ আব্দুল আজীজ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবির মোট ৮টি টহল দলের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের প্রচুর গোলাগুলি হয়। এ সময় সন্ত্রাসীদের কয়েকজন সদস্য মারাত্মকভাবে আহত হন। প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে সেনাসদস্যরা এখনও উক্ত এলাকায় টহল দিচ্ছেন।
দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ বলেন, কয়েকদিন ধরে দোছড়ি-বাইশারি সীমান্তে উপজাতী সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত হয়ে সেনাবাহিনী এবং বিজিবি একত্রে এ অভিযান চালায়। ঘটনায় একজন সন্ত্রাসী নিহতসহ কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর শুনেছি। দুপুরে আহত কয়েকজনকে হেলিকপ্টারযোগে ঘটনাস্থল থেকে আনা হয়েছে বলে জানা গেছে।