বান্দরবানে বন্যায় পানিবন্দী হাজার হাজার মানুষ

0
বান্দরবানে বন্যায় পানিবন্দী হাজার হাজার মানুষ

টানা চার দিনের বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানা গেছে। বন্যায় প্লাবিত হয়েছে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা, থানচিসহ জেলা শহরের বাসস্টেশন, মধ্যম পাড়া, উজানী পাড়া, বালাঘাটা স্বর্ণমন্দির এলাকা, ইসলামপুর, কাসেম পাড়া, বনানী স’মিল, আার্মি পাড়া, ওয়াপদা ব্রিজ, হাফেজ ঘোনাসহ বেশ কিছু নিম্নাঞ্চল। এসব এলাকায় প্রায় ৫০ হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন জেলার হাজারো মানুষ। বিভিন্ন স্থানে সড়কে পানি উঠে যাওয়ায় বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এদিকে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে পাহাড়ধসের আশঙ্কা।

এ বিষয়ে বান্দরবানের মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছর বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি এবং সেই সাথে পাহাড়ধসের শঙ্কা বাড়ছে।

ডিসি কার্যালয় হতে জানা যায়, বন্যা-কবলিত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে জেলায় খোলা ১৪০টি আশ্রয়কেন্দ্রের মধ্য হতে ১২টি আশ্রয়কেন্দ্রেই আশ্রয় নিয়েছে দুই হাজার ২০০ পরিবার। এসকল শরণার্থীদের প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ডিসি।

অপরদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে।