বাসায় টিকা গ্রহণ করে সেই ছবি ফেসবুকে দিয়ে গ্রেফতার হলেন এক যুবক

0

রবিবার দিবাগত মধ্যরাতে বাসায় বসে টিকাগ্রহণ এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে শেয়ার করায় মো. হাসান (৩০) নামে এক যুবককে চট্টগ্রামের জাকির হোসেন রোডের বাই লেইনের একটি বাসা থেকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিনামূল্যে গণটিকাপ্রদান কর্মসূচিতে লোকজন নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করছেন। কিন্তু গত শনিবার খুলশী থানা এলাকার এক বাসিন্দা বাসায় বসে এই টিকাগ্রহণ কর সেই ছবি ফেসবুকে শেয়ার করলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে রবিবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ।

আরো জানা যায়, টিকাগ্রহণের ছবি ফেসবুকে দিয়ে হাসান নামে ওই যুবক লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিাহ মর্ডানার ১ম ডোজ সম্পন্ন।’

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত টিকাকেন্দ্র ব্যতীত বাসায় বসে টিকা নেয়া আইননত দণ্ডনীয় অপরাধ। কারণ এতে সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার সুযোগ থাকে। তাছাড়া ঘরে বসে টিকাগ্রহণ অনেকক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। পাশাপাশি এর ফলে সাধারণ মানুষ লাইন ধরে টিকাগ্রহণে নিরুৎসাহিতও হতে পারেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শাহ আলম সাংবঙ্গবাদিকদের জানান, বাসায় বসে টিকাগ্রহণের অভিযোগে হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি এবং মো. সাজ্জাদসহ দুজন মোবারক নামে এক ব্যক্তির সহযোগিতায় অবৈধ উপায়ে বাসায়ে বসে টিকাগ্রহণ করেছেন। অপর দুইজনকে আটক করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। তাছাড়া পুরো প্রক্রিয়ার সঙ্গে কারা কারা জড়িত আছে তারও তদন্তকরা হচ্ছে বলে জানান এর পুলিশ কর্মকর্তা।