শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। উপজেলার বরাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
পরিদর্শক জাকারিয়া বলেন, ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল সেবা গ্রিনলাইনের একটি নৈশ কোচ।
“পথে ঢাকাগামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত ২২ জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আরও তিনজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানিয়েছেন পরিদর্শক জাকারিয়া।