বাস-চাপায় নিহত ২ ভ্যানযাত্রী

0
বাস-চাপায় নিহত ২ ভ্যানযাত্রী

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর বটতলা মোড় এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও ওই উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া গণমাধ্যমকে জানান, সকালে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলো শাপলা পরিবহন এর একটি যাত্রীবাহী বাস। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মহিদুল ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুই ভ্যান যাত্রীকে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসলিমা বেগম।

মাহফুজুর রহমান আরও জানান, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করে রাখে। এসময় সড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনেন। অতঃপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।