যশোর জেলার শার্শায় বাড়িতে ডেকে নিয়ে হাবিবুর রহমান প্লাবন (১৮) নামে এক তরুণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বাবার বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার বেলা ১১টার দিকে শার্শা থানায় লিখিত অভিযোগ করেন যুবকের বাবা তাইজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের এক কিশোরীর সঙ্গে প্লাবনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের বিষয়টি জানতে পেরে ক্ষীপ্ত হয়ে পড়েন মেয়ের বাবা। এরই জের ধরে কৌশলে প্লাবনকে বাড়িতে ডেকে গোপন একটি ঘরে আটক রাখেন মেয়ের বাবা। সন্ধ্যার পর প্লাবনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে জখম করেন তিনি।
খবর পেয়ে যুবকের বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্লাবনের বাবা তাইজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আটকে রাখে ওই মেয়ের বাবা। তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এ ঘটনায় মেয়ের বাবার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে মেয়ের বাবা গণমাধ্যমকে জানান, আমার মেয়েকে বিরক্ত করার কারণে আম প্লাবন ও তার বন্ধুদেরকে বাড়িতে ডেকে আনি। মেয়েকে বিরক্ত না করতে আনুরোধ করেছি। কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














