বিএনপির সাবেক এমপি মফিদুল ইসলাম তৃপ্তিকে গ্রেফতার করেছে সিআইডি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদ হত্যাকাণ্ডের এক যুগ পর সন্দেহভাজন আসামি হিসেবে গতকাল তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর বনানী এলাকায় বুধবার রাতে তৃপ্তির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোরের শার্শা থেকে নির্বাচিত সাবেক এমপি মফিদুল ইসলাম তৃপ্তি বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির দফতর সম্পাদক ছিলেন। ২০০৭ সালে সংস্কারবাদী হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
২০০৮ সালে ড. আফতাব হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমনের জবানবন্দিতে বেরিয়ে আসে তৃপ্তির নাম। আদালতে দেওয়া তার জবানবন্দি অনুযায়ী, আফতাফ হত্যায় মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন মফিদুল ইসলাম তৃপ্তি।
বিগত ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের চতুর্থ তলায় সন্ত্রাসীরা বাসায় ঢুকে অধ্যাপক আফতাবকে গুলি করে। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের একযুগ পর একজন আসামিকে গ্রেফতার করল পুলিশ। এর আগে ওই মামলায় আরও চারজন গ্রেফতার হলেও তারা জামিনে রয়েছেন।