বিকালে নিখোঁজ, সন্ধ্যায় ডোবায় মিললো শিশুর লাশ

0
কুমিল্লা Cumilla

শুক্রবার রাত ৮টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার ডোবা থেকে মুহতাশিম কবীর নেহাল নামে চার বছর বয়সি নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডে মিশ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে জনা যায়।

নিহত শিশু মুহতাশিম কবীর নেহালের বাবা ওই এলাকার হুমায়ুন কবীর বাবুল।

এ বিষয়ে হুমায়ুন কবীর বাবুল বলেন,’বিকাল ৩টা থেকে তাকে ঘরে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকি। পরে সন্ধ্যায় থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি। এরপর রাত ৮টার দিকে এলাকার থেকে খবর আসে আমাদের বাড়ির পাশের ডোবার মধ্যে ছেলের মৃতদেহ ভেসে উঠেছে।’

মোবাইল ফোনে লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান,পানিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।