শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়ে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃতরা হলেন খুলনা নগরীর নিরালা এলাকার শামীম আক্তার (৩৫), ফুলতলার সাথী বেগম (৩২), রূপসার পলি (৩৫) ও খুলনা সদরের রাজু (২২)। এছাড়া হাসপাতালে বর্তমানে রেড জোনে ৫০ জন, ইয়েলো জোনে ৪৯ জন ও আইসিইউতে ২০ জন সহ মোট ১৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায়ে এ হাসপাতালে কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৪২ জনের মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।
খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালেও কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৬ জন পুরুষ ও ২৪ জন নারী সহ এখানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।’
নগরীর বেসরকারী গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। তন্মধ্যে আইসিইউতে রয়েছেন তিনজন।’
এছাড়া নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চারদিনে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের করোনা ইউনিটে ৬১ জন রোগী ভর্তি রয়েছেন। তন্মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ৯ জন।