আইনমন্ত্রালয় থেকে দেয়া নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির একটি বেঞ্চ। অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, – আমরা যেভাবে চেয়েছি তার উলটো করে খসড়া তৈরি করে দেয়া হয়েছে। ১৬ বছরেও গেজেট হয়নি
(১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগের দেয়া মাসদার হোসেন মামলার রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল)। এভাবে হলে ১৬০০ বছরেও গেজেট হবে না।
এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৬ আগস্ট , ২০১৭ দিন ধার্য করেন আদালত।
এ সংক্রান্ত সমস্যা নিরসনে আইনমন্ত্রীকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন আদালত। প্রধান বিচারপতি জানিয়েছেন আলোচনায় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত থাকবেন। একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী,অ্যাটর্নি জেনারেল এবং এ বিষয়ে কোনও বিশেষজ্ঞকে উপস্থিত থাকতে বলেছেন।