বিতর্কিত বক্তব্যের জেরে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তলব মোদির

0
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তলব

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজধানী দিল্লিতে তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কেন্দ্র সরকারে ক্ষমতাসীন বিজেপির এক জ্যৈষ্ঠ নেতা জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে দেখা করতে বলা হয়েছে বিপ্লব কুমার দেবকে। খবর এনডিটিভির।

গত মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিপ্লব কুমার দেবের বেশ কয়েকটি মন্তব্য দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছিলেন, মহাভারতের যুগেই ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ছিল।

এছাড়া গত সপ্তাহে আগরতলায় দেয়া এক বক্তৃতায় ১৯৯৭ সালে ভারতের হয়ে ডায়না হেইডেনের মিস ওয়ার্ল্ড খেতাব জয় নিয়েও প্রশ্ন তোলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।