বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ নিজ বাসায় নেওয়ায় প্রধান শিক্ষককে জরিমানা

0
কুমিল্লা Cumilla

বিদ্যালয়ের বিদ্যুৎ অবৈধভাবে বাড়িতে ব্যবহার করায় কুমিল্লা জেলার দাউদকান্দির শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সেই বাড়ির মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

ইউএনও কামরুল ইসলাম খান গনমাধ্যমকে বলেন, বুধবার বিদ্যালয়ের মিটিং চলাকালীন প্রধান শিক্ষক আলমগীর হোসেন ভূঁইয়া জুলাই ও আগস্ট এই দুই মাসের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৯১ টাকা বকেয়া বিল উপস্থাপন করেন। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তাৎক্ষণিকভাবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডি জি এম মোসাম্মৎ সেলিনা আক্তারকে কল করে বিষয়টি অবগত করা হয়। বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের একটি প্রতিনিধি দল স্কুলে পৌঁছে তদন্ত করে দেখতে পান স্কুলের সংলগ্ন চাঁদগাঁও গ্রামের বাসিন্দা আয়নল হকের বাড়িতে প্রধান শিক্ষকের ভাড়া নেওয়া বাসায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। ওই বাড়িতে আরও ছয়টি টিনশেড ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন তিনি।

এ ঘটনায় বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রধান শিক্ষক আলমগীর হোসেন ভূঁইয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং বাড়ির মালিক আয়নল হককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও জানান, আগামী সপ্তাহে জরুরি মিটিং ডেকে সবার সম্মতিক্রমে প্রধান শিক্ষক আলমগীর হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনী ব্যবস্থা নেওয়া হবে।