রংপুর এবার সত্যিই ‘রাইডার্স’ হতে চলেছে গেইল ও ম্যাককালাম যোগ দেয়ায়। এবার জমবে বিপিএলের বাজার। টি ২০ বিনোদন পুরোমাত্রায় পাবেন দর্শকরা।
বলা যায়, বিপিএলের বাগান পুষ্পিত, পল্লবিত হয়ে উঠেছে। আফ্রিদি, সাঙ্গাকারারা আগে থেকেই ছিলেন। ম্যাককালাম, গেইলও এসে গেছেন। এবার দেখা যাবে ছক্কার বৃষ্টি।
ম্যাককালাম তো বলেই ফেলেছেন, ‘গেইলের ছক্কা দেখব ওর সঙ্গে ব্যাট করতে নেমে।’ ঢাকা আগে থেকেই ‘ডায়নামাইটস’ হয়ে ছিল সাঙ্গাকারা, পোলার্ড, আফ্রিদিকে নিয়ে।
রংপুর রাইডার্স এখন ভয়ংকর শক্তিশালী। দলের দুই ব্যাটিং স্তম্ভ ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম রাইডার্স শিবিরে।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম বলেছেন, রংপুরের হয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলতে তিনি মুখিয়ে আছেন।
অধিনায়ক মাশরাফি মুর্তজার অধীনে খেলা উপভোগ্য হবে বলে বিশ্বাস তার। ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে রংপুরকে শিরোপা এনে দেয়াই লক্ষ্য ম্যাককালামের।
কোচ টম মুডি ও ক্যাপ্টেন মাশরাফি গেমপ্ল্যান গুছিয়ে নিয়েছেন। ম্যাককালাম-গেইলরা আসায় একাদশের সামর্থয বেড়েছে বহুগুণ।
ম্যাককালাম-গেইলরা টি ২০-র বড় আকর্ষণ। ম্যাককালামের কথায়, ‘গেইলের সঙ্গে ওপেন সবসময়ই রোমাঞ্চকর। ও দারুণ খেলে।
আশা করি, আমাদের দিনে যে কোনো প্রতিপক্ষ চ্যালেঞ্জে পড়বে।’ এদিকে ক্রিস গেইল কাল ভোরে ঢাকায় পা রেখেই বিশ্রামে ছিলেন দিনভর।
ম্যাচের আগেরদিন গা গরম করবেন টি ২০-তে সাড়ে দশ হাজার রানের মালিক। তাকে পেয়ে টিম ম্যানেজমেন্ট বেজায় খুশি। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ম্যাচ রংপুরের।