বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরে কুশল বিনিময় করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল রবিবার সন্ধ্যায় বিমানবন্দর লাউঞ্জে দুই নেতার সাক্ষাৎ হয়। এ সময় তারা একে অপরের খোঁজ নেন। সেখানে উপস্থিত কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএস বাংলা বিমানযোগে ঢাকায় ফিরতে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এর আগেই বিমানবন্দরে ডেমোক্রেস্টি লাউঞ্জে বসা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নভোএয়ারে ঢাকায় ফেরার জন্য অপেক্ষা করছিলেন। ভিআইপি লাউঞ্জ দিয়ে ঢোকার পর ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে গিয়ে বলেন, কেমন আছেন ভাই? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মিত হেসে বলেন, ভালো আছি, আপনি কেমন আছেন, ভাই? এ সময় দুজন হ্যান্ডশেক করেন। দুই মিনিট তারা কুশল বিনিময় করেন। এর পর একে অপরকে ধন্যবাদ দিয়ে চলে যান।
ঢাকায় ফেরার পর মোবাইল ফোনে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, কুশল বিনিময় হয়েছে। ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনালের লাউঞ্জে। এর বেশি কিছু নয়।
কয়েক বছর আগে ভারপ্রাপ্ত মহাসচিব থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা হলেও ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি মহাসচিবের মুখোমুখি এটাই প্রথম। ঢাকা থেকে গতকাল সকালেই দুজন সৈয়দপুর যান।