বিয়ের পরও মাদকসেবন না ছাড়ায় ছেলেকে পুলিশে দিলেন মা

0
বিয়ের পরও মাদকসেবন না ছাড়ায় ছেলেকে পুলিশে দিলেন মা

রাজশাহীর বাঘায় সনেট হোসেন (১৯) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে মা। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সনেট হোসেন উপজেলার নারায়পুর গ্রামের আবু বক্করের ছেলে।

সনেটের মা নারগিস বেগম জানান, “মাদকের নেশায় এতটায় উন্মাদ হয়ে গেছে যে তাকে আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। নিষেধ করা সত্ত্বেও কোনো কথা শুনে না। তাই বাড়িতে মাদক সেবনকালে আমি নিজেই থানায় ফোন করে পুলিশে দিয়েছি তাকে। এছাড়া কোনো উপায় ছিল না।”

সনেটের বড় ভাই মো. সুইট ইসলাম এসময় বলেন, “দিনকে দিন তার (সনেট) অবস্থা বেসামাল হয়ে যাচ্ছিল দেখে বিয়ে করিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ে করালে হয়তো ভালো হবে। কিন্তু সে আশায় গুঁড়েবালি পড়েছে। ভালো হওয়ার পরিবর্তে সে আরও বেপরোয়া হয়ে উঠে। তার স্ত্রীও অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে গেছে। তাকে পুলিশে দেয়া ছাড়া উপায় ছিল না।”

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, “বাড়িতে মাদক সেবনের সময় তার মা খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার মা মাদকদ্রব্য আইনে মামলা করে। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”