আজ বিশ্বজিৎ হত্যা মামলার হাইকোর্টের রায়

0

আজ ৬ আগস্ট, রবিবার বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি পক্ষের আপিলের ও ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) এর রায় দিবেন হাইকোর্ট। ১৭ জুলাই শুনানি শেষে আজকের দিনকে রায়ের দিন হিসেবে ধার্য করা হয়।

justice১৮ ডিসেম্বর, ২০১৩ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সরকার বিরোধী অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে কাজের উদ্দেশ্য বের হওয়া দর্জি দোকানী বিশ্বজিৎ দাসকে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে