বিশ্বের ধনী দেশগুলোর শীর্ষে কাতার, বাংলাদেশের অবস্থান ১৪৩

0
বিশ্বের ধনী দেশগুলোর শীর্ষে কাতার

আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএমএফ অক্টোবর মাসের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে  এই বিশ্বের ধনী দেশগুলোর তালিকা প্রকাশিত করেছে। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা (পিপিপি) অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়।

বিশ্বের ধনী দেশগুলোর শীর্ষে কাতার

মধ্য প্রাচ্যের দেশ কাতার তালিকার একেবারে শীর্ষে রয়েছে। সে দেশে মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ১ লাখ ২৪ হাজার ৯৩০ মার্কিন ডলার। শীর্ষ স্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দাম কমায় গত এক বছরে কাতারের মাথাপিছু আয় ১৫ হাজার ডলার মতো কমেছে।

কাতারের ঠিক পরেই লুক্সেমবার্গের স্থান। এই দেশের জনসংখ্যা মাত্র ৬ লাখ। তবে মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা চমকে দেওয়ার মতো। এ দেশে মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা  ১ লাখ ৯ হাজার ১১৯ মার্কিন ডলার।

এর পরে আছে সিঙ্গাপুর। ৫৬ লাখ মানুষের দেশ সিঙ্গাপুরের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৯০,৫৩০ ডলার।

চতুর্থ স্থানে আছে ব্রুনাই। ২০১৬ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে জিডিপির হার অনেকটাই কমে গিয়েছিল। তবে তেলের বাজার ফের ঘুরে দাঁড়ানোয় তার হার বেড়েছে অনেকটা। এ দেশে মাত্র ৪ লাখ মানুষের বাস। এ দেশে মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা  ৭৬ হাজার ৭৪০ মার্কিন ডলার।

তার পরে আছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা কিছুটা বেড়ে ৭২ হাজার ৬৩০ ডলার হয়েছে।

ষষ্ঠ ধনী দেশ নরওয়ে। আইএমএফ-এর হিসেব অনুযায়ী নরওয়ের মাথাপিছু বার্ষিক ক্রয়শক্তির ক্ষমতা ৭০ হাজার ৫৯০ মার্কিন ডলার।

৭ম ধনী দেশ কুয়েত। ৪০ লাখ মানুষের দেশ কুয়েতের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৬৯ হাজার ৬৭০ মার্কিন ডলার।

সংযুক্ত আরব আমিরাত আছে অষ্টম স্থানে। ১ কোটি জনসংখ্যার এই দেশটির মানুষদের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৬৮ হাজার ২৫০ ডলার।

৮০ লাখ মানুষের দেশ সুইজারল্যান্ড আছে নবম স্থানে। দেশটির মানুষদের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৬১ হাজার ৩৬০ ডলার।

হংকং আছে ১০ম স্থানে। ৭০ লাখ জনসংখ্যার এই দেশটির মানুষদের মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা  ৬১ হাজার ২০ ডলার। ১১ তম ধনী দেশ স্যান ম্যারিনো।

আর বাংলাদেশ রয়েছে ১৪৩-এ। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৪,২১০ডলার।

ভারতের স্থান ১২৬ নম্বরে। মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৭,১৭০ডলার

পাকিস্তানের স্থান ১৩৭ নম্বরে।   মাথাপিছু ক্রয়শক্তির ক্ষমতা ৫,৩৫০ ডলার।

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১২-তে। সৌদি আরব ১৩ তম ধনী দেশ। নেদারল্যান্ড ১৪তম। আইসল্যান্ড ১৫ তম। যুক্তরাজ্য আছে ২৭তম স্থানে। যুক্তরাজ্যের আশেপাশেই আছে ফ্রান্স।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে