ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ার তরুণী শারমিন আক্তারের (২৩) মাত্র চারদিন আগে বিয়ে হয়ে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের জহিরুল ইসলামের সঙ্গে।
বিয়ের পর শুক্রবার স্বামীকে নিয়ে বাবার বাড়ি ফিরতে বিকেল সাড়ে ৪টায় চম্পকনগর থেকে নৌকাযোগে রওয়ানা হন শারমিন। কিন্তু বাবার বাড়ি পৌঁছানোর আগেই ব্রাহ্মণবাড়িয়ার নৌকাডুবিতে মারা যান তিনি। তবে প্রাণে বেঁচে যান শারমিনের স্বামী জহির।
শারমিনের পরিবার সূত্রে জানা যায়, শারমিন তার স্বামী, দেবরসহ মোট চারজনকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। কিন্তু পথে লইছকার বিলে বালুবোঝাই নৌকার সঙ্গে সংঘর্ষ হলে তাদের বহন করা নৌকাটি ডুবে যায়। এতে শারমিনের স্বামীসহ অন্যরা তীরে উঠতে পারলেও শারমিনের মরদেহ রাতে হাসপাতালে পাওয়া যায়। পরে সকালে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।
প্রসঙ্গত শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।