আগামীকাল বুধবার দুদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুপুর ৩টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রাজশাহী পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার বিকালে রাষ্ট্রপতি রাজশাহী কেন্দ্রীয় কারাগার এবং পদ্মার বাঁধ পরিদর্শন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাকিস্তানবিরোধী আন্দোলনের সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে রাজনৈতিক বন্দি হিসেবে ছিলেন। এ কারণে তিনি স্মৃতিবিজড়িত ওই স্থানটি পরিদর্শন করবেন।
এর পর রাষ্ট্রপতি রাজশাহীর দর্শনীয় স্থান পদ্মার বাঁধ পরিদর্শনে যাবেন। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি নৌভ্রমণ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ১৯৭৭ সালের মে মাস থেকে নভেম্বর পর্যন্ত রাজনৈতিক বন্দি হিসেবে রাষ্ট্রপতি রাজশাহী কারাগারে ছিলেন। এবার রাজশাহী সফরের সময় তিনি জেলা কারাগার পরিদর্শন করবেন।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে ১ প্যারাকমান্ডো ব্যাটালিয়নকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করবেন রাষ্ট্রপতি।
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বাঁধ এলাকায় সাজসজ্জার কাজ শেষ হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রমের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য অধিদফতর যুক্ত হয়েছে।