বেনাপোল বন্দর থেকে শক্তিশালী ১০টি বোমা উদ্ধার

0
বোমা উদ্ধার

বেনাপোল স্থলবন্দরের ১১ নং শেডের পেছন থেকে মঙ্গলবার সকালে ১০টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। বেনাপোল পোর্ট থানার এসআই এহ্সানুল হক বলেন, বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মাধ্যমে জানতে পারি যে, বন্দরের ১১ নং শেডের পেছনে একটি বাথরুমে ১০টি শক্তিশালি বোমা তালাবন্দ করে রাখা আছে। বন্দরের আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের মধ্যে দ্বন্দ চলছে। ধারণা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় কোন একটি গ্রুপ বোমাগুলো এখানে লুকিয়ে রেখেছে।

তিনি বলেন, বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য থানায় আনা হয়েছে। কে বা কারা বোমাগুলো মজুদ করেছে সে ব্যাপারে তদন্ত করা হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

বেনাপোল বন্দরে নিয়োজিত আনসার ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার মহিদুল ইসলাম বলেন, তালাবন্দ বাথরুমে বোমা দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দুটি ব্যাগ থেকে ১০টি বোমা উদ্ধার করে থানায় নিয়ে গেছে।