লক্ষ্মীপুরের রামগতি দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমাকে (৪) নিয়ে স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি মা মারজাহান বেগম। দুই মেয়েসহ তিনদিন ধরে নিখোঁজ মা।
এ বিষয়ে শুক্রবার রাতে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন মেয়ে দুইটির বাবা। তারা নিখোঁজের ঘটনাটি বিভিন্ন থানায় জানিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে।
এদিকে স্ত্রী-সন্তানের সন্ধানে দিশেহারা হয়ে মো. হেলাল জানান, বড় মেয়ে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তার স্ত্রী মারজাহান স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। কিন্তু তারা স্কুলে পৌঁছায়নি। এমনকি পরবর্তীতে সম্ভাব্য স্থানে খুঁজেও তাদের পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কেউই তাদের সন্ধান দিতে পারেনি।
থানায় করা নিখোঁজ ডায়েরি সূত্রে জানা যায়, হেলালের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট অ্যাকাডেমির ছাত্রী। বৃহস্পতিবার সামিয়ার পরীক্ষা থাকায় সকাল ৯টার দিকে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তাদের মা মারজাহান স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হন।
কিন্তু সকাল ১০টায় হেলালকে স্কুলের শিক্ষিকা শিলা আক্তার ফোন দিয়ে বলেন, সামিয়া স্কুলে পরীক্ষা দিতে আসেনি। এই খবর শুনে বেলাল বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানদের খুঁজতে বের হন। কিন্তু আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানের কোথাও তাদের খুঁজে না পেয়ে রাতে রামগতি থানায় নিখোঁজ ডায়েরি করেন।
Attachments area