জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার আগেই ক্লাস শুরু!

0
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই শ্রেণী কার্যক্রম শুরু করা হয়েছে। ‘এ,বি,সি,ই’ ইউনিটে ৬ষ্ঠ অপেক্ষমান তালিকায়ও আসন পূর্ণ হয়নি। শুন্য রয়েছে বেশ কয়েকটি আসন। এদিকে ১লা জানুয়ারি থেকে ১ম সেমিস্টারের ক্লাস শুরুর নির্দেশনা অনুযায়ী শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সরেজমিনে দেখা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের আসন সংখ্যা রয়েছে ৭৯৭ টি। তারমধ্যে, ৬ষ্ঠ অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর এখনো ০৮টি আসন খালি। ‘বি’ ইউনিটের আরো বেহাল অবস্থা, ৬ষ্ঠ অপেক্ষমান তালিকায় ২৮৭১ পর্যন্ত ডেকেও আসন পূর্ণ হয়েছে মাত্র ৬১৪টি! ১৬৪ টি আসন শুন্য রয়েছে। ‘সি’ ইউনিটে শুন্য আসনের সংখ্যা ৪৫টি। ‘ই’ ইউনিটেও রয়েছে ০২টি আসন।

এদিকে শুন্য আসনে ভর্তির জন্য ‘বি’ ইউনিটে ২৮৫২-৩৩৬২ এবং‘ই’ ইউনিট (চারুকলা) বিভিন্ন বিষয় অনুযায়ী ৭ম অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য সাক্ষাৎকারের সময়সূচি দেয়া হয়েছে।

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই ক্লাস শুরু হওয়ায় বিভিন্ন বিভাগে কোন শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায় নি।

আহসান জোবায়ের

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে