ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো চাচাত ভাই

0
ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো চাচাত ভাই

সোমবার মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় চাচাতো ভাইকে লাঠির আঘাত থেকে বাঁচাতে গিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শত্রুজিৎপুর মোল্যা পাড়ার হাসিবের সঙ্গে পাট কেনা-বেচা নিয়ে নিহতের চাচাতো ভাই হাবিব ঝামেলায় জড়িয়ে পড়েন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ফারুক হোসেন চাচাতো ভাইকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু এর ফলে তিনি নিজেই লাঠির আঘাতে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে ওখানে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) গৌতম সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।