ভাতার টাকা আত্মসাৎ করলেন ইউপি চেয়ারম্যান

0
ভাতার টাকা আত্মসাৎ করলেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লা জেলার মুরাদনগরে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক ইউপি সদস্য।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৮ নং আমলি আদালতে টনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসাইনের বিরুদ্ধে মামলা করেন ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ মজিবুর রহমান।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী একজন ইউপি সদস্য সরকার থেকে প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে ৩৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ৪৪০০ টাকা পাবেন। সেই হিসেবে ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা পাওয়ার কথা ইউপি সদস্য মজিবুর রহমানের। কিন্তু ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন সরকার দুই দফায় ইউপি সদস্য মজিবুর রহমানকে ২৫ হাজার টাকা দিলেও বাকি ১ লাখ ২০ হাজার ২০০ টাকা দিচ্ছেন না।

মামলার বাদী মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘চেয়ারম্যান জাকির হোসাইন আমার ১ লাখ ২০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন। কোন ভাবেই তিনি আমার সম্মানী ভাতা দিচ্ছেন না। তার কাছে টাকা চাইলেই টালবাহানা করেন। সবশেষ গত মঙ্গলবার চেয়ারম্যানের কাছে পাওনা টাকা চাওয়া হলেও তিনি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই আদালতে তার বিরুদ্ধে মামলা করেছি।’

টনকি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানান, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে। বিগত সময়েও আমার বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ করা হয়েছিল। যা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।’