টোকিও অলিম্পিকে নারী বক্সিংয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন ভারতীয় বক্সার লাভলিনা বড়গোহাই। তাতে তৈরি হয় পদকের সম্ভাবনা। কিন্তু সেমিতে হেরে যান তুরস্কের বক্সার বিসেনাজ সুরমেনেলির কাছে।
স্বর্ণ কিংবা রোপ্য না পেলেও ব্রোঞ্জ জিততে পেরেছেন লাভলিনা। এটি টোকিও অলিম্পিকে ভারতের তৃতীয় পদক। দরিদ্র পরিবারের সন্তান লাভলিনা এনে দিলেন গর্বের উপলক্ষ্য।
লাভলিনার বাবা চা বাগানের কর্মচারী। মাত্র ২৫০০ রুপি মাসিক বেতনে সংসার চালালেও মেয়ের স্বপ্ন পূরণের জন্য চড়া সুদে ঋণ নেন বাবা। লাভলিনা ভোলেননি সেসব।
গ্রেটেস্ট শো অন আর্থে পদক পেয়ে বাবার কষ্ট সার্থক করেছেন।মহিমান্বিত করে দিলেন ত্যাগকে। লাভলিনার গল্পে নিশ্চয়ই প্রেরণা খুঁজে সুবিধাবঞ্চিত অসংখ্য লাভলিনা।