ভারতে ভূমিধসে নিহত ২২ জন

0
ভারতে ভূমিধসে নিহত ২২ জন

ভারী বর্ষণের কারণে কেরালা রাজ্যে ভূমিধসে ২২ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় কোচি বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট দুই ঘণ্টার জন্য স্থগিত করা হয়। এ ছাড়া বিভিন্ন গন্তব্য থেকে আসা কোচি বিমানবন্দরমুখী ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।

আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারী বর্ষণের কারণে কেরালার ইডুক্কি জেলায় ১১ জন, মালাপ্পুরমে ৬ জন, কজহিকোদে ২ জন ও ওয়ায়ানাদ ১ জনের মৃত্যু হয়েছে। এসব এলাকায় নিখোঁজ রয়েছে বেশ কিছু মানুষ। তবে বাকি দুজনের মৃত্যু কোন এলাকায় হয়েছে, সেটা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি।

এই বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, ইডুক্কি জেলার অ্যাদিমালি শহরে একই পরিবারের পাঁচজন মারা গেছে। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তথ্য সূত্রে থেকে জানা যায়, ভারী বর্ষণের ফলে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দল উদ্ধার অভিযান কজহিকোদে অব্যাহত রেখেছে। এ ছাড়া উত্তর কেরালার জন্য আরও দুটি এনডিআরএফ উদ্ধার অভিযান দল কেন্দ্র থেকে চাওয়া হয়েছে। এমন বিপর্যয়ের মুহূর্তে রাজ্য সরকার সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে। বন্ধ রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

এই দিকে কেরালার মুখ্যমন্ত্রী পিনয়াই উইজিয়ান বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, এনডিআরএফ থেকে সহায়তা করা হচ্ছে। এনডিআরএফের তিনটি দল আলাপুজা, ওয়ায়ানাদ ও কজহিকোদে কাজ করে যাচ্ছে।