কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ-ভৈরব রেলপথের স্থানীয় জগনাথপুর এলাকায় ট্রেনটির একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এসময় কয়েক ঘণ্টা বিচ্ছিন্ন থাকে ট্রেন চলাচল।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এসময় ময়মনসিংহ-ভৈরব রেলপথে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলপথের লাইনগুলো অনেক পুরোনো এবং লাইনে পর্যাপ্ত পাথর নেই। ফলে প্রায়ই ওই জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, “বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”