ভয়ংকর ক্রিস্টাল মেথ মাদক সহ রোহিঙ্গা আটক

0
ভয়ংকর ক্রিস্টাল মেথ মাদক সহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব-১৫ এর একটি দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা জেলে ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।

আটক রোহিঙ্গা হচ্ছে ২৪নং লেদা নতুন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত মো. হোসনের ছেলে মো. হামিদ (১৯)।

কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে মাদকের চালান সংগ্রহ করে কক্সবাজারসহ দেশব্যাপী সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।