ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতি মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, নিহত ওই হাজতি জেলার নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।
ওই কয়েদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, শনিবার মধ্যরাতে আশরাফুলের বুকে ব্যথা শুরু হলে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। আশরাফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আশরাফুল গত ২৯ মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে শাস্তি ভোগ করছিলেন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু জানান, ওই হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। হাসপাতালে আনার পর তার ইসিজি করিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।