ডাক্তার ও পুলিশ মনোগ্রাম যুক্ত স্টিকার লাগিয়ে চলাচল করার সময় এক প্রতারককে মাইক্রোবাসসহ আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় ফরিদপুর থেকে আসা একটি মাইক্রোবাস উপজেলার তালমার মোড় নামক স্থানে থামলে পুলিশের সন্দেহ হয়। এ সময় জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসের সামনে আটকানো ডাক্তার ও পুলিশ পরিচয়ের স্টিকার ভুয়া প্রমাণিত হওয়ায় ফিরোজ মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে মাইক্রোবাসসহ আটক করা হয়। ফিরোজ মোল্লা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নরেরকান্দী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব বলেন, পুলিশ ও ডাক্তারের মনোগ্রাম যুক্ত স্টিকার মাইক্রোবাসে লাগিয়ে মিথ্যা পরিচয়ে সড়কে চলাফেরা করায় এবং চলমান বিধিনিষেধের সময় যাত্রী আনা নেয়া করতে নিয়মিত ভাড়ায় গাড়ি চালানোর অপরাধে ফিরোজ মোল্লাকে মাইক্রোবাসসহ আটক করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় রবিবার মামলা হয়েছে।