বাগানের গাছ বিক্রি করে টাকা দিতে হবে। না দিলে করা হবে মারধর। মাদকাসক্ত ছেলের হুমকিতে ভয়ে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন এক মা (৫১)। বিষয়টি তিনি মোবাইলে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে গ্রেফতার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
গতকাল বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের ভাসুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম মাজেদুর রহমান (২৬)। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পারিবার জানায়, মাজেদুর কয়েক বছর আগ থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে ফেরানোর চেষ্টা করে। সংশোধনের জন্য মাদক নিরাময়কেন্দ্রে পাঠানো হয় তাকে। কিন্তু ৩ মাস সেখানে থাকার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও কিছুদিনের মধ্যে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে। এখন মাদকের টাকা না পেলে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায় ওই তরুণ।
সকালে মাজেদুর তার মা তানজিমা খাতুনকে আমবাগানের গাছ বিক্রির জন্য চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তানজিমা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তানজিমার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় মাজেদুরকে আটক করে।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে মাজেদুরকে হাজির করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসান। আদালতের সামনে নিজের অপরাধের কথা স্বীকার করলে ইউএনও শরিফ আহম্মেদ তাকে এক বছরের কারাদণ্ড দেন।
তানজিমা বলেন, তার ছেলেকে ভালো করার জন্য অনেক চেষ্টা করেছেন। নিরুপায় হয়ে তিনি পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের কাছে ছেলের বিচারের জন্য এসেছেন। এ রায়ে তিনি খুশি।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবদুল মজিদ জানান, অভিযুক্তের মা তানজিমার অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়।